Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড ১৯ টিকা প্রদান শুরু

+100%-


করোনা ভাইরাসের সংক্রামন রোধে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা প্রদান করা হচ্ছে।

ক্যাম্পেইনের প্রথম দিন ৭ ফেব্র“য়ারি, সোমবার গোর্কণ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ক্যাম্পেইনে ১ম/ ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

এছাড়াও পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা প্রদান কমৃসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার ভাদুঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়, আগামীকাল বুধবার, ভাদুঘর সাবেক কাউন্সিলর আলহাজ¦ ডাবলু মিয়ার বাড়ি, ১৪ ফেব্র“য়ারি পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ ফেব্র“য়ারি কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬ ফেব্র“য়ারি পৈরতলা শেখ জালাল মাজার প্রাঙ্গণে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।






Shares