Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

+100%-


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল বেলা ১২টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও পৌর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান, জেলা ও পৌর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডাঃ জাকিয়া সুলতানা রুনা, ফায়ার সার্বিস ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোঃ চানহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, আশা’র জেলা ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন, সহ পৌরসভা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।
সভায় পৌর এলাকায় বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রয়োজন এরূপ ব্যক্তি ও শিশু খাদ্য সহায়তা প্রয়োজন এরূপ মা-দের তালিকা প্রণয়ন এবং ওএমএস, বিজিএফ, জিআর চাল ও নগদ অর্থসহ শিশ খাদ্য বিতরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।






Shares