Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে নৌকার ভরাডুবি, বিদ্রোহী ৯, বিএনপি ৩

+100%-

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হল পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।১৮ টি ইউপিতে নৌকা বিজয়ী হয়েছে মাত্র ৬টিতে । বাকি ১২টিতে বিদ্রোহী-সতন্ত্র প্রার্থী ও বিএনপি জয়লাভ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুরে বিএনপি সমর্থিত মোঃ কামরুল হাসান (অটোরিক্সা), সুহিলপুরে আবদুর রশিদ ভূঞা (নৌকা), বুধল ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) আতিকুর রহমান (মোটর সাইকেল), তালশহর পূর্ব ইউপিতে বিএনপির মনিরুল ইসলাম (চশমা), নাটাই উত্তরে বিদ্রোহী প্রার্থী আবু ছায়দে (চশমা), সাদেকপুরে মোঃ নাছির উদ্দিন (নৌকা), রামরাইলে আওয়ামীলীগ (বিদ্রোহী) মোঃ মশিউর রহমান সেলিম (আনারস), সুলতানপুরে শেখ ওমর ফারুক (নৌকা), মাছিহাতায় আল আমিন (নৌকা), বাসুদেব ইউপিতে আওয়ামীলীগ (বিদ্রোহী) আব্দুল হাকিম মোল্লা (আনারস) ।

আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল

আশুগঞ্জ সদরে আওয়ামীলীগের (বিদ্রোহী) মোঃ শফিকুল ইসলাম (মটর সাইকেল), চরচারতলা বিএনপি সমর্থিত ফাইজুর রহমান (মোটরসাইকেল), তালশহর(পশ্চিম) মোঃ সোলাইমান মিয়া (নৌকা), আড়াইসিধা আওয়ামীলীগের বিদ্রোহী আবু সায়েম (আনারস), দুর্গাপুরে আওয়ামীলীগের বিদ্রোহী রাসেল মিয়া (আনারস), শরীফপুর সাইফ উদ্দিন (ঘোড়া আওয়ামীলীগ (বিদ্রোহী), লালপুর মোঃ মোরশেদ মিয়া (নৌকা)






Shares