Main Menu

ব্রাহ্মণবাড়িয়া আদর্শ কিন্ডার গার্ডেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

+100%-

IMG_20160624_110146প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ায় আদর্শ কিন্ডার গার্ডেন সরকারী প্রথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় শহরের হালদারপাড়া এলাকায় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায় কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি। উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধূরী মন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি জান্নাত প্রমখু। এসময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার প্রতিটি স্কুলে নতুন নতুন ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, শিক্ষা উপকরন বিতরনসহ শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি করছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
স্হানীয় সরকারের অর্থায়নে ৯৮ লক্ষ ৯৩ হাজার টাকা ব্যায় দ্বিতল ভবনটি নির্মাণ করছে। আগামী ৯ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।






Shares