Main Menu

ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাপোযুক্ত মর্যাদায় পালিত

+100%-

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের শিকার হন। মহান নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ শোকাবহ ১৫আগস্ট ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে যথাপোযুক্ত মর্যাদায় পালিত হয়েছে। শোকর‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ ছাড়াও ১৫/০৮/২০১৮ খ্রিঃ বুধবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন ভট্টাচার্য্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর। এতে সভাপতিত্ব করেন শেখ মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমি, কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্টান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares