Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬টি মডেল ফার্মেসির উদ্বোধন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় পাইলট প্রকল্পের আওতায় ১৬টি মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার, বিএমএ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আবু সাঈদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আখাউড়া উপজেলায় দুটি মডেল ফার্মেসির উদ্বোধন করেন।
ফার্মেসি দুটি হলো পিয়াস মেডিকেল হল ও আমিন ফার্মেসি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক মো ইয়াহিয়া, ড্রাগ সুপার শংকর কুমার সরকার, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি এস এম শাহজাদা খাদেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, জেলায় ১৬টি মডেল ফার্মেসি খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। মঙ্গলবার সেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মডেল ফার্মেসিগুলোতে ওষুধের মান স্বাভাবিক রাখাসহ বিভিন্ন সুবিধা থাকবে।






Shares