Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে সরকারি ত্রাণের জন্য আবেদন করবেন

+100%-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। প্রথমদিকে শুধুমাত্র গরীব অসহায়দের ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এখন তা মধ্যবিত্তদের জন্যও দেয়া হচ্ছে। এ জন্য উপজেলা অনুযায়ী তালিকা করছে প্রশাসন। এরপরও যদি কারো ত্রাণ সহায়তার প্রয়োজন পড়ে তাহলে আপনারা বেশ কয়েকভাবেই ত্রাণের জন্য যোগাযোগ করতে পারেন। তখন যাচাই বাছাই করে আপনাকে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হবে।

সবার প্রথমে আপনি চেষ্টা করতে পারেন জাতীয় তথ্য সেবা নাম্বারে। সেখান থেকে সহজেই আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দিবে।

এছাড়া আপনি যদি অনলাইনে পারদর্শী হয়ে থাকেন , তাহলে আপনি আবেদন করতে পারেন অনলাইনে।

এজন্য প্রথমেই ত্রাণ প্রত্যাশীকে এই লিঙ্কে  (লিংকটি পেতে লাল লেখায় ক্লিক করুন) গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। কাজটি খুবই সহজ। শুধু মাত্র ঘরগুলোতে প্রয়োজনীয় তথ্য দিয়ে একবারে নিচে সাবমিট বাটনে ক্লিক করলেই ত্রাণ আপনার বাসায় পৌছে যাবে।

এছাড়াও রয়েছে সরাসরি মোবাইল নাম্বার। জেলার প্রতি উপজেলায় রয়েছে কন্ট্রোল রুম। আপনি ত্রাণের জন্য এসব নাম্বারেও যোগাযোগ করতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর : ০১৭২৮-১৪৬৩০২, নাসিরনগর :০১৮৯৩-৯৩০৩৪১ , নবীনগর : ০১৬৭২০৪৩৯৩৬ , বিজয়নগর ০১৭১৭৪৩৯৬৭৫, সরাইল : ০১৭০৬৪৩৫২২৮, কসবা : ০১৮৫৫৪২৫৩৯৬, আখাউড়া : ০১৭৪৬৬৬৭৭৭৩, আশুগঞ্জ : ০১৭২৩৯৩৫৪২০, বাঞ্ছারামপুর : ০১৯১৪৬৭৫১১৬।






Shares