Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা সুরক্ষায় মানববন্ধন

+100%-

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মহান বিপ্লবী উল্লাসকর দত্ত ও তাঁর পিতা কৃষিবিজ্ঞানী দ্বিজদাস দত্তের ১৫০ বছরের বসতভিটা প্রত্নসম্পদ হিসেবে সুরক্ষা, সংরক্ষণ ও সরকার কর্তৃক দ্রুত অধিগ্রহনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

শনিবার সকালে ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এতে সংগঠনের আহ্বায়ক কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কবি মনির হোসেন, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, কমরেড সাজিদুর রহমান, সংস্কৃতিকর্মী জহিরুল ইসলাম স্বপন, নিহার রঞ্জন সরকার, ফেরদৌস রহমান, রোকেয়া রহমান, নূরুল আমীন আশরাফ প্রমূখ।

এ সময় বক্তারা বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতিময় বাড়ি রক্ষায় সরকারের প্রতি দাবী জানান।






Shares