Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস উপলক্ষে ১শ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

+100%-

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, এখনো মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তি নানাভাবে বাংলাদেশের অগ্রগামিতাকে থামিয়ে দিতে নানা পায়তারা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওই অপশক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে যাচ্ছে, কিন্তু আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে পারছিনা। যা অত্যন্ত দুঃখজনক। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে উঠলেই যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন করা হয়েছিল সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব।

পরে অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।






Shares