Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত

+100%-

14018135_1257100044323692_810858086_n

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মুজিব সেনার উদ্যোগে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনায় কর্মসূচী উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, মুজিব সেনার আহবায়ক শাহ আলম সরকার,সিনিয়র স্কুল শিক্ষক আবদুর রহিম, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন,সহকারী পরিচালক স্বপন কুমার দেবনাথ,বিশিষ্ট কন্ঠশিল্পি হৃদয় কামাল,আবরণি নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। স্বাগত ভাষন দেন মুজিব সেনার সদস্য সচিব মোশারফ হোসেন। প্রতিযোগীতা পরিচালনা করেন আবৃত্তিশিল্পি অমিতাভ চক্রবর্তী। উদ্ধোধনী বক্তব্যে জননেতা আল মামুন সরকার বলেন,জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় ও কালোত্তীর্ণ কবিতা রচিত হয়েছে। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাগুলো আমাদেরকে দারুনভাবে নাড়া দেয়,উজ্জীবিত করে। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাগুলো পাঠের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।






Shares