Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ফুলের বাজারে ভালবাসা ও ফাগুনের আগুন

+100%-

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রবিবার ও সেমবার ছিল ফুলের রমরমা ব্যবসা। প্রত্যেকটা দোকানে ছিল ফুলপ্রেমীদের উপচেপড়া ভিড়। কেউ নিজের জন্য কিনেছেন। আবার কেউ নিয়েছেন পছন্দের মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য। বেশিরভাগই ছিল গোলাপ ফুলের ক্রেতা।

সারা বছর ফুল বিক্রি হলেও রোজ ডে, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, পয়লা বৈশাখ- এসব বিশেষ দিনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ফুল বেচাকেনা হয়। এসব দিবসের বাইরে গায়ে হলুদ, বিয়ে ও হালখাতাসহ নানা উৎসবেও বেশি ফুল বিক্রি হয়।

শহরের হাসপাতাল রোড়ের ফুলবাজারে গিয়ে দেখা গেছে, অনান্য ফুলের তুলনায় গোলাপের চাহিদা বেশি। তবে বিক্রেতারা দাম হাঁকছেন বেশি। সাধারণ খোলা গোলাপ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা পিস, চায়না গোলাপের দাম উঠেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

এছাড়া ফুলের রিংগুলোর দাম বেড়ে হয়েছে ২০০ টাকা। গোলাপ ছাড়াও গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, লিলিয়াম ফুলের দামও বেড়েছে। কয়েক শ’ টাকা ছাড়া হাতে ফুলের গোছা চিন্তাই করা যাচ্ছে না।






Shares