Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৬ কেজি ওজনের শিশুর জন্ম

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌনে ৬ কেজি ওজনের এক শিশুর জন্ম হয়েছে। স্থানীয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া ওই শিশুর নাম রাখা হয়েছে মুয়াজ। শিশুটির ওজন প্রায় পৌনে ৬ কেজি। শুক্রবার বিকেলে প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া আখতার শিশুর জন্মের বিষয়টি নিশ্চিত করেন।

জন্ম নেয়া মুয়াজ সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মাস্টার বাড়ির ও অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বাশারের চতুর্থ সন্তান।

চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম প্রায় পৌনে ৬ কেজি ওজনের এক ছেলে শিশুর জন্ম হয়েছে। প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম ওজন ও ৫৫ সেন্টিমিটার লম্বা শিশুটি স্বাভাবিক শিশুর চেয়ে প্রায় দ্বিগুণ।
শিশুটির বাবা আবু বাশার জানান, নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি খুবই খুশি।

ডা. ফৌজিয়া আখতার বলেন, সিজারের মাধ্যমে ছেলে শিশুটি জন্ম হয়েছে। মা ও শিশু দুইজনই সুস্থ আছেন। মুয়াজের ওজন ও আকার বাংলাদেশের শিশুদের চেয়ে প্রায় দ্বিগুণ। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এক মা ৫ কেজি ৬০০ গ্রাম ওজনের এক শিশুর জন্ম দিয়েছিলেন।






Shares