Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩ মৃতদেহ উদ্ধার

+100%-

news_imgমোহাম্মদ মাসুদ ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় এক নারী, বিষপানে এক যুবক ও রহস্যজনক কারণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া নামক স্থানে ট্রাক চাপায় শাহীনুর আক্তার (৪০) নামে গ্যাসচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে বিলকিছ আক্তার (২৪) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য নির্যাতন করে বিলকিছকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে। এদিকে স্বামীর পরিবার বলছেন, বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় বিলকিছ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের ভাসুর আমির আলীকে আটক করেছে পুলিশ।
এছাড়া আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে মালু মিয়ার (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিষপান করে ওই যুবক আত্মহত্যা করেছে।
পৃথক তিনটি ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Shares