Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে মনি (৫) নামের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের গোর্কণ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোর্কণঘাট এলাকার আলামিন মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মনি বেলা ১১টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা মনিকে পানির নিচ থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন৷ ওই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে। তিনি জানান, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, হাসপাতালে সূত্রে জানতে পারি, মনি নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মৃত্যুর কথা শুনে হাসপাতাল থেকে শিশুর লাশ নিয়ে বাড়িতে চলে গেছে পরিবারের লোকেরা। তাই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।






Shares