Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নিপীড়িত রোহিঙ্গাদের পাশে ‘বন্ধু তোমাকে চাই’

+100%-

মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ‘বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য পাঁচ শতাধিক ত্রাণের প্যাকেট কক্সবাজারের উখিয়ায় যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রতিটি প্যাকেটে তিন কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি চিড়া, আধা কেজি সুজি, ১শ’ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো, টুথ পাউডার এবং বিস্কুট রয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পশ্চিম মেড্ডা শরীপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

সংগঠনটির উপদেষ্টা মাহবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, এডভোকেট লোকমান হোসেন। এ সময় রিফাত রহমান শরীফ, শিশির আহমেদ, হেদায়াতুল আজিজ মুন্না, জুবায়ের নূর, খবির উদ্দিন, সাচ্চু মিয়া সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে রোহিঙ্গাদের চলমান এ সংকট সমাধানে সরকারের সাথে সবাইকে কাজ করতে হবে।
পরে আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোন করেন।

 






Shares