Main Menu

,জেলায় ১৯০৫জন শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৪০জন করোনা পজিটিভ, নতুন মৃত্যু ৪জন((২৮ই জুলাই))

+100%-

ব্রাহ্মণবাড়িয়া নতুন ৪০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন ৩৩জন সুস্থ ও নতুন ৪জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১৯০৫জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ই জুলাই) রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ আক্রান্তদের শনাক্ততের বিষয়টি নিশ্চিত করেন।গত ২২, ২৩, ২৪ ও ২৫ই জুলাই এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ৩৪৭টি রিপোর্টে নতুন ৪০জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার।

গত ২৮ই জুলাই রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১১জন, নবীনগর উপজেলায় ১৪জন, আখাউড়া উপজেলায় ০৬জন, কসবা উপজেলায় ০৩জন, আশুগঞ্জ উপজেলায় ০৪জন, বিজয়নগর উপজেলায় ০১জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০১জন শনাক্ত হয়েছে। নতুন ৩৩জন সুস্থ হয়েছে। এর মধ্যে নাসিরনগর উপজেলায় ১৬জন, সদর উপজেলায় ১৪জন, বিজয়নগর ০২জন ও আখাউড়া উপজেলায় ০১জন। নতুন মৃত্যু ০৪জন। এর মধ্যে নবীনগর উপজেলায় ০২জন ও আখাউড়া উপজেলায় ০২জন।

সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৯০৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৩৭জন, আখাউড়া উপজেলায় ১৭২জন, বিজয়নগর উপজেলায় ৬০জন, নাসিরনগর উপজেলায় ৮১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৪জন, নবীনগর উপজেলায় ৩২৫জন, সরাইল উপজেলায় ১০৮জন, আশুগঞ্জ উপজেলায় ১৫২জন ও কসবা উপজেলায় ২২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১১৩৫জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৭৩২জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৩৯২৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৩৪৩০ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৯০৫জন আক্রান্ত হয়েছে।।






Shares