Main Menu

জেলায় ১২৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৫ জন করোনা ভাইরাস শনাক্ত(৬ জুলাই), সুস্থ ১৭০

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১৩ জন সহ নতুন ২৫জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১২৮৫ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

সোমবার (৬ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার রিপোর্টে ১৬জন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৯টি নমুনা রিপোর্টে ৯জন সর্বমোট জেলায় ৫৫টি নমুনা রিপোর্টে নতুন ২৫ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

গত ৬ই জুলাই সোমবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ১৩জন, নাসিরনগর উপজেলায় ১০জন, নবীনগর উপজেলায় ০১জন ও আশুগঞ্জ উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় গত সোমবার পর্যন্ত ১২৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৪০ জন, আখাউড়া উপজেলায় ৮৮ জন, বিজয়নগর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৬২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৯৬ জন, নবীনগর উপজেলায় ১৯৯ জন, সরাইল উপজেলায় ৮৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৬৯ জন ও কসবা উপজেলায় ১৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলায় নতুন ১৭০জন সুস্থ হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ৪৪০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২২জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯৬৮ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১০৮৪ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১০৪১১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২৮৫ জন আক্রান্ত হয়েছে৷






Shares