Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১০০ জনের করোনা শনাক্ত, মৃত ১

+100%-

গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ৪৬ জনসহ জেলায় নতুন ১০০ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৩৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আর সুস্থ হয়েছেন ২৮৩৪ জন । সবশেষ ১ জনসহ জেলায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার (১৮ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

শনিবারের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৮০ টি রিপোর্টে নতুন আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, নবীনগর উপজেলায় ০২ জন ও আখাউড়া উপজেলায় ০২ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আর শুক্রবারের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টারের পিসিআর ল্যাব, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৮৮ টি রিপোর্টে নতুন আরও ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ২৯ জন, সরাইল উপজেলায় ০৫ জন, কসবা উপজেলায় ০৮ জন, আশুগঞ্জ উপজেলায় ১০ জন, নবীনগর উপজেলায় ০৬ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৩ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সদর উপজেলায় নতুন ০১ জনের মৃত্যু হয়েছে।






Shares