Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

+100%-

umব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে আয়োজিত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেটিডিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো: নজরুল আনোয়ার।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার । মেলায় বিভিন্ন বিভাগের ৫২টি স্টল খোলা হয়। তাদের মধ্যে থেকে সেরা স্টল ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসাবে চিহিৃত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিনত হতে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করছে।






Shares