Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জুমাতুল বিদা পালিত, হাজারো মানুষের ঢল

+100%-

IMG_0450

সংবাদদাতা :: শুক্রবার সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও জুমাতুল বিদা পালিত হয়েছে। জেলার মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভীড় । আজ ছিল ২৫ রমজান। এবছরের রমজানে এটিই শেষ জুমা। এমনিতেই মুসলমানদের নিকট জুমার দিন অত্যন্ত তাৎপর্য। রমজান মসের কারণে এবং বিশেষকরে শেষ জুমার নামাজের দিন হওয়ার কারণে আরো বেশী তাৎপর্যপুর্ণ মনে করা হয়। জুমাতুল বিদায় মসজিদগুলোকে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। রমজানের শেষ জুমার দিনকে আলকুদস দিবস হিসেবে পালন করা হয়। মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দস ইহুদীদের দখলমুক্ত করার জন্য প্রতীকী দিবস হিসেবে এই দিবসটি পালন করা হয়। বছরে পর বছর ধরে ইহুদিরা ইসলামের এই অন্যতম পবিত্র স্থানটি দখল করে আছে। জুমাতুল বিদায় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। আযানের আগ থেকেই মুসল্লীরা আসতে থাকেন। আযানের সময় মসজিদ কানায় কানায় ভরে যায়। একপর্যায়ে মসজিদের অনেকে পার্শ্বের নতুন করা মসজিদ ভবনটিতে জড়ো হয়। জায়গার সংকুলান না হওয়ায় মসজিদের আঙিনা ও সামনের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তবে হঠাৎ নামাজের পর দোয়ার আগে বৃষ্টির কারণে মুসল্লিতের বেকায়দায় পড়তে হয়। নামাজের আগে মসজিদগুলোতেও জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা হয়। নামাজ শেষে দেশ ও জাতির এক্য, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






Shares