Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় একুশে বইমেলা শুরু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাত দিনব্যাপি “অমর একুশে বইমেলা” বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি ২০১৯) শুরু হয়েছে।

স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ৭দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

মেলায় বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোরায়রা ও জেলা পুস্তক বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক।

আলোচনা শেষে মেলায় কবিতা আবৃত্তি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।






Shares