Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে

+100%-

পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহন শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৮ ইউনিয়নের ১৭৮ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভীড় করছেন। ১৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জের ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। এ ছাড়া ২ উপজেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৬শ ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, বিজিবি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্য ছাড়াও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম দায়িত্ব পালন করছেন।






Shares