Main Menu

জেলা ব্রান্ডিং সম্পর্কিত কর্মশালায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের প্রতিটি জেলায় ব্রান্ডিং কর্মসূচী চালু করছে সরকার

+100%-

গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্রান্ডিং সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ আবদুন নূর, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র নব নির্বাচিত পরিচালক আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম, রশিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চেম্বার সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা ইসলামিক সেন্টারের সেক্রেটারী শওকত হায়াত খান, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার আমাদের দেশের প্রতিটি জেলায় ব্রান্ডিং কর্মসূচী চালু করেছে। অচিরেই আমাদের দেশের প্রতিটি জেলাকে শিল্প ও পণ্য বিষয়ে ব্রান্ডিং এর আওতায় আনা হবে। উন্নত বিশ্বে ব্রান্ডিং এর মাধ্যমে তাদের শিল্প ও পণ্যকে এগিয়ে নিতে কাজ করছে।






Shares