Main Menu

বিগত বর্ষা মৌসুমে শহরের যেসব রাস্তা-ড্রেন ক্ষতিগ্রস্থ হয়েছে অচিরেই সেগুলি সংস্কার করা হবে- মেয়র মোঃ হেলাল উদ্দিন।

+100%-

20151026_093417ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন নিয়ম তান্ত্রিক ভাবে সব প্রক্রিয়া শেষ করে শহরের চলমান উন্নয়ন কর্মকান্ড চলছে। এখন যে সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে এগুলি রুটিং ওয়ার্ক। এ কাজ গুলি আরো কয়েক মাস পূর্বে করা কথা ছিলো। কিন্তু বিগত বর্ষা মৌসুমের কারনে রাস্তা ড্রেনের সংস্কার কাজ বন্ধ রাখা হয়েছিলো। আবার বর্ষা মৌসুমও ছিলো দীর্ঘস্থায়ী। এসব কারনে পূর্বের উন্নয়ন কাজ গুলি এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন ভারি বর্ষনের কারনে শহরের যে সব রাস্তা ও ড্রেন ক্ষতিগ্রস্থ হয়েছে গুলির সংস্কার কাজও পক্রিয়াধীন আছে। অচিরেই সে গুলি বাস্তাবায়ন করা হবে। তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।

মেয়র গতকাল কাজিপাড়া মৌলভীহাটি এলাকায় একটি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন এবং নির্মান কাজ সফল ভাবে শেষ করার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।প্রেস রিলিজ






Shares