Main Menu

বিএসটিআই এর লোগো জাল করে পানি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় শাফি ও কাশপি ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে দুইটি খাবার পানি উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা শহরের নয়নপুর ও শিমরাইল কান্দি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ও ইমামা বানিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, নয়নপুর এলাকার শাফি ড্রিংকিং ওয়াটার ও শিমরাইল কান্দি এলাকার কাশপি ড্রিংকিং ওয়াটার জার ও বোতলজাত পানিতে অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহর করে বাজারজাত করে আসছিল।তাদের কোন বৈধ লাইসেন্স নেই। এর প্রেক্ষিতে দুপুরে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাফি ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার ও কাশপি ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র কুমিল্লার ফিল্ড অফিসার ও পরিদর্শক জিয়াউল হক।






Shares