Main Menu

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাসিস)’র ব্রাহ্মণবাড়িয়ার স্মারকলিপি পেশ

+100%-

এম.ডি.মুরাদ মৃধা : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাত(৭) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়া জেলার প্রায় সকল সরকারি শিক্ষকমন্ডলী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।

এ সময় তার পক্ষে এডিসি শিক্ষা স্মারকলিপি গ্রহণ করেন।

বুধবার বাসমাসিস কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা বাংলাদেশে কর্মসূচি পালনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়ও এই কর্মসূচি পালিত হয়।

জেলার সকল শিক্ষকদের পক্ষ হতে সমিতির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্মারকলিপি হস্তান্তর করেন।

শিক্ষকদের ৭ দফা দাবির মধ্যে প্রধান দাবি ১৯৯৭,১৯৯৯,২০০১ ও ২০০২ ব্যাচের সহকারী শিক্ষকদের ৭ম বকেয়া টাইম স্কেল,২০০৫ ও ২০০৬ ব্যাচের সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বকেয়া ১ম টাইম স্কেল এবং ২০০৯,২০১০ ও ২০১১ ব্যাচের সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে বকেয়া সিলেকশন গ্রেড প্রদান করা।

সহকারী প্রধান শিক্ষক ও সহকারী জেলা শিক্ষা অফিসার পদের প্রায় ৫২০টি শূন্যপদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

১ম শ্রেণির গেজেটেড মর্যাদায় সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

২৫০০ সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ,Bangladesh civil service act,1981সহ অন্যান্য বিধি সংশোধনের উদ্যোগ গ্রহণ।

সহকারী শিক্ষকদের থেকে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও সিনিয়র শিক্ষক পদ হতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের উদ্যোগ গ্রহণ করা এবং সেসিপ প্রকল্পসহ শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদায়ন করা।

এক বিবৃতিতে জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, “আমাদের দাবিগুলো নায্য,এই দাবি সারাদেশের মাধ্যমিক শিক্ষকদের প্রাণের দাবি।এই দাবি আদায়ে সরকারি মাধ্যমিক শিক্ষকরা ঐক্যবদ্ধ”।

কর্মসূচিতে প্রায় ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করে দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করেন।






Shares