Main Menu

বর্তমান সরকার ক্রীড়াঙ্গণে নারীদের এগিয়ে আনতে কাজ করে যাচ্ছে —জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

b8872439-f646-4770-942e-6ef711a9f87dডেস্ক ২৪:: শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী সুলতানা জেসমিন আরাবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর, পুলিশ সুপার পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বেগম ফারহানা রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিনারা আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি খান। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গণে নারীদের এগিয়ে আনতে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতার দিবসে জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলাধুলার আয়োজন করে নারীদের উৎসাহ যুগিয়েছে। এটি অত্যন্ত যুগোপযোগি পদক্ষেপ।

সভাপতির বক্তব্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সুলতানা জেসমিন আরাবী বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মেয়েরাও খেলাধুলায় অনেক এগিয়ে যাচ্ছে। তাই ব্রাহ্মণবাড়িয়া মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা খেলাধুলায় নারীদের আরো এগিয়ে আনতে চাই। অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা প্রায় তিন শতাধিক নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






Shares