Main Menu

জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

বর্তমান সরকার ইমাম- মুয়াজ্জিমদের প্রতি আন্তরিক

+100%-

২৫ এপ্রিল বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন। ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক শাহ আলম। মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিম হাজারী।

সম্মেলনে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু কিছু মানুষ আজ ধর্মকে ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে এ দেশ অলি আউলিয়ার দেশ। এদেশের মানুষ শান্তিপ্রিয়। এদেশে কখনো জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। জঙ্গি দমনে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আলেম-ওলামা ও ঈমাম মোয়াজ্জিনরা সমাজের নেতা হিসেবে সন্ত্রাস ও জঙ্গিতৎপরতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকার ইমাম- মুয়াজ্জিমদের প্রতি আন্তরিক। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন, আপনারা সন্ত্রাস জঙ্গিবাদ মুকাবেলায় আরো সচেতন হবেন। এ সময় তিনি শুক্রবারের খুৎবার সময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মুসলীদেরকে সচেতন করার জন্য ইমামদের প্রতি আহবান জানান।






Shares