Main Menu

প্রশাসন ও জনগণের সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন করতে হবে:: এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি

+100%-

law&order

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

গতকাল বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সামসুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, এনএসআই’র উপ পরিচালক মোঃ আলমগীর হোসেন, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডঃ তানভীর ভূইয়া, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মোঃ মুসলেম উদ্দিন, বাঞ্চারামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুল হক ভূইয়া, বাঞ্চারামপুর পৌরসভার মেয়র মোঃ খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি বলেন, প্রশাসন ও জনগণের সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন করতে হবে। জঙ্গিবাদ একটি ভাইরাসের মতো। এটি সারাবিশ্বে ছড়িয়ে আছে। এ থেকে আমাদের দেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেওয়া যেতে পারে না। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সকলে একযোগে কাজ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়াকে পরিচ্ছন্ন ও শান্ত রাখতে আমরা যার যার অবস্থানে থেকে কাজ করে যাবো। আলোচনা শেষে জেলা আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






Shares