Main Menu

জেলা আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে শক্ত অর্থনীতির দ্বারপ্রান্তে নিয়ে গেছেন — মোকতাদির চৌধুরী এমপি

+100%-

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

কুমিল্লা পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি ও এফসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আবু ছালেহ মোঃ নঈমুদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি এডঃ শফিউল আলম লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কেল ৪/৫ এর উপ কর কমিশনার মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সার্কেল ১৭ এর উপ কর কমিশনার শফিকুল ইসলাম।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ‘আমরা একসময় নি¤œ আয়ের পর্যায়ে ছিলাম। আজকে আমরা নিম্ন থেকে নিম্ন মধ্য আয়ের পর্যায়ে এসেছি। আমরা স্বপ্ন দেখছি ২০২১ সালের আগেই মধ্ময আয়ের দেশে পরিনত হবো। আমাদের লক্ষ্য পুরণের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর আর বর্তমান অবস্থা এক নয়। আমরা অনেক দুর এগিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে শক্ত অর্থনীতির দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তাই আমাদের এ অগ্রগতি ধরে রাখতে সবাইকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তিনি এ সময় আরো বলেন, দেশের কর্মক্ষম মানুষরা যদি সঠিকভাবে কর প্রদান করে তাহলে আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে। আসুন আমরা সকলে মিলে কর দেই এবং রাষ্ট্রের সকল সুযোগ গ্রহণ করি।






Shares