Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দ্বিতীয়বারের মত পৌর নাগরিকদের সাথে পৌর কর নির্ধারনী মতবিনিময় সভা

প্রতিটি হোল্ডিং এ বার্ষিক মূল্যায়নের উপর ১% হারে পৌর কর ধার্য ও আপিলবোর্ড গঠনের প্রস্তাব

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর কর নির্ধারনী সভা দ্বিতীয় বারের মতো পৌর নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব মোঃ আজিজুল হক, চেম্বার সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহাম্মদ মুসা, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ এনামুল হক হেলাল, স্পেশাল পিপি এডঃ তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ খান লাভলু, রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ শফিউল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সচেতন নাগরিক কমিটি সনাক’র সভাপতি জেসমিন খানম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্, কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ শাহজাদা। মতবিনিময় সভায় পৌর নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ প্রস্তাব করেন, নাগরিকদের সুবিধার্থে প্রতিটি হোল্ডিং এ বার্ষিক মূল্যায়নের উপর ১% হারে পৌর কর নির্ধারন এবং কর সম্পর্কে আপিলবোর্ড গঠন করারও প্রস্তাব রাখা হয়। এ সময় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, আপনাদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে পৌরসভার কর্মকান্ড এগিয়ে নিতে চাই। তিনি এ সময় সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের মূল্যবান পরামর্শে আগামীদিন আমাদের পথ চলা আরো এগিয়ে যাবে।






Shares