Main Menu

পূর্বশত্রুতা ও মামলার জের:: পাইকপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যার চেষ্টা

+100%-

e1dda021-ff08-4726-b200-165167378b36ষ্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী তরুণ গুরুতর আহত হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, পূর্বশত্রুতা ও মামলার জেরে গতকাল বৃহস্পতিবার ২৪ মার্চ দিবাগত রাতে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মলাই মিয়ার স্ত্রী মিনু বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয় প্রতিবেশি নান্নু মিয়ার ৩ পুত্র মোঃ ইউছুফ মিয়া, ইসমাইল মিয়া, হারিছ মিয়া এবং ফুল মিয়ার ২ পুত্র বাচ্চু মিয়া ও দুলাল মিয়া। শোর চিৎকার শুনে মিনু বেগম এর পুত্র বাড়িতে আসা হোমনা পলিটেকনিক ইনষ্টিটিউট এর ছাত্র সায়মন (১৮) মাকে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে রাত প্রায় ৮টায় অন্ধকার রাস্তায় উল্লেখিত যুবকরাসহ তাদের সঙ্গীয় লোকজন সশস্ত্র হামলা চালিয়ে হত্যা চেষ্টায় ধারালো ছুরিকাঘাত করে।এতে সায়মন বাম হাত পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর আহত হয়। হামলাকারীরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা গতরাত ১০টা ১০ মিনিটে সায়মনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।






Shares