Main Menu

পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

+100%-

DSC_0024
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় দাঙ্গাকবলিত গ্রামগুলোতে দাঙ্গাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা প্রনয়নের পর র‌্যাব, পুলিশ, বিজিবি ও ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে কমবিং অপারেশন পরিচালিত হবে। দাঙ্গা ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশে অত্যন্ত ও কঠিন অবস্থানে রয়েছে। তিনি দাঙ্গা ও মাদকদমনে সকলের সহযোগিতা কামনা করেন। গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সাংবাদিক মন্জরুল আলম, আল আমিন শাহীন, কাউসার এমরান, তোফাজ্জুল হোসেন, ইব্রাহিম খান সাদাত, মুখলেছুর রহমান জীবন, বাহারুল ইসলাম মোল্লা, উজ্জল চক্রবর্তী, আলী আসিফ গালিব ও সদর থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ বাইজিদ প্রমুখ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, সদর থানার এএসপি সার্কেল তাপষ রঞ্জন ঘোষ, সিনিয়র সাংবাদিক স.ম. সিরাজুল ইসলাম, খ.আ.ম রশিদুল ইসলাম, দীপক চৌধুরী বাপ্পী, জাবেদ রহিম বিজন, শাহজাহান সাজু, ফরহাদুল ইসলাম পারভেজ, এইচ.এম সিরাজ, মোশাররফ হোসেন বেলাল, মুজিবুর রহমান খান, শাহাদাত হোসেন, আশিকুর রহমান মিঠু, নজরুল ইসলাম বিল্লাল। প্রেস রিলিজ






Shares