Main Menu

পুলিশের গাড়িতে গুলি:: ঘটনায় ব্যবহত গাড়ি ও মাদক সহআটক তিন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

+100%-

br pol 4-11-15
মনিরুজ্জামান পলাশ :: ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘটুরা এলাকা থেকেই ঘটনায় ব্যবহৃত গাড়িও মাদকসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, কাজী মোশাররফ, কাজী হোসেন ও রায়হান। তাদের সবার বাড়ি ঘাটুরা এলাকায়। এর আগে গত রাতেও তিনজনকে আটক করেছিল পুলিশ। এর মধ্যে একজনকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে, বাকি দু জনকে জিজ্ঞাসাবাদ চলছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ জানান, গতকাল রাতের ঘটনা পর থেকে পুলিশের বিশেষ অভিযান চলতে থাকে। আজ সকাল ১১টার দিকে আমরা ঘটনাস্থল ঘাটুরা এলাকা থেকেই মাদকদ্রব্য ও গাড়িসহ তিনজনকে আটক করে পুলিশ । এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, এ,এসপি ডিএসবি মাহবুব হোসেন, এ,এসপি সদর মডেল থানা তাপস রঞ্জন ঘোষ। কমিটি আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলেও জানান তিনি। এছাড়া কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের এসআই আব্দুল আওয়াল ও গাড়ি চালক কন্সটেবল বাশারকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশ আইনে তিনটি মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।






Shares