Main Menu

পীরবাড়ি থেকে রিভলবারসহ জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী শুভ আটক, র‌্যাবের দাবী কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ মোজাম্মেল হাসান শুভ (৩৩) নামের যুবককে আটক করেছে র‍্যাব। শুভ শহরের টি.এ রোড়স্থ জেলা পরিষদ মার্কেটের এস.আর টেলিকমের স্বত্বাধীকারী এবং কান্দিপাড়া এলাকার মাইন উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের নিকট আগ্নেয়াস্ত্র বিক্রয় করে থাকে এবং এলাকার সাধারণ জনগণকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করিয়া আসিতেছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অস্ত্র ব্যবসায়ীদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬/০৬/২০২০ ইং তারিখ সময় অনুমান ১১.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পীরবাড়ী ব্রাহ্মণবাড়িয়া-সিলেট পাঁকা রাস্তার ব্রাহ্মণবাড়িয়া লেনের উপর মৌওবাগ আবাসিক এলাকার গলির মুখে অভিযান পরিচালনা করে । এসময় মোজাম্মেল হাসান শুভ (৩৩)কে আটক করে। আটকের পর দেহ তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।






Shares