Main Menu

পাঘাচং চান্দপুরে আসামি ধরতে গিয়ে সদর থানা পুলিশের এএসআই খুন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারি উপ- পরিদর্শক (এএসআই) নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক এএসআই।

শুক্রবার বিকেলে সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের একটি মামলায় পাঘাচং চান্দপুর বগাহাটির মুছা মিয়ার ছেলে মামুন মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পাঘাচং চান্দপুর বাজারে মামুনকে গ্রেপ্তার করতে যান পুলিশের দুই এএসআই আমির ও মনি সংকর চাকমা। এ সময় আসামি মামুনের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মামুন ধারালো ছুরি দিয়ে এএসআই আমিরের বুকে আঘাত করেন। মনি সংকরকেও হামলা করে পালিয়ে যান। সে সময় অটোরিকশাচালক আলাল এগিয়ে এসে আমিরকে উদ্ধার করেন। পরে মনি সংকর চাকমা গাড়িতে তুলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই আমিরের মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুসা চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর বুকের বাঁ ‍ও ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে আসে। ঘটনার পর পর বিপুল সংখ্যাক পুলিশ চান্দপুর গ্রামে অভিযান চালায়।

জেলা পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান ঘটনাস্থল থেকে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।এদিকে, র‌্যাব-১৪ একটি দল ঘটনা স্থলে অভিযান শুরু করেছে বলে র‌্যাব এর সুত্র জানায়।






Shares