Main Menu

পাখি ও প্রকৃতি রক্ষায় সকলে এগিয়ে আসতে হবে -প্রফেসর ফাহিমা খাতুন

+100%-


সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে পরিবেশ উজ্জীবিন মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কলেজ ক্যাম্পাসকে পাখির অভয়াশ্রম ঘোষণার উদ্বোধন করেন মাউশি’র সাবেক মহাপরিচালক গ্রেড-১ প্রফেসর ফাহিমা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পরিবেশ উজ্জীবি মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব প্রমুখ।

পাখির অভয়াশ্রম ঘোষণাকালে প্রফেসর ফাহিমা খাতুন বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকলে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে পাখি রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। তাই আমাদের পাখি ও প্রকৃতি রক্ষার কাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে শুরু করতে চাই। এই কাজে সকলে এগিয়ে আসা উচিত।






Shares