Main Menu

নৌকা বাইচ প্রতিযোগিতায় আইন শৃংখলা রক্ষাথে সকলের সহযোগিতা করতে হবে — পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

+100%-

sp3916
ডেস্ক ২৪:: তিতাস নদীতে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নৌকা বাইচ প্রতিযোগিত উপলক্ষ্যে আইন শৃঙ্খলা উপ কমিটির একসভা গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামসুল হক, পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ প্রমুখ।

সভায় নৌকা বাইচের সময় আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতায় আইন শৃংখলা রক্ষাথে সকলের সহযোগিতা করতে হবে। আমরা চাই সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন করতে।






Shares