Main Menu

নিখোঁজের ১২ঘন্টা পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল। নিখোঁজের ১২ঘন্টা পর সোমবার বিকালে ব্রাাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গ থেকে অটোরিকশা চালক লিটন মিয়া (২৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত লিটন মিয়া ব্রাাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মৃত মোজাম মিয়ার ছেলে।
নিহতের পরিবারের জানায় , স্ত্রী ও ৩বছরের একমাত্র ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া  শহরস্থ  মেড্ডা (খালপাড়) এলাকায়  ভাড়া বাসায় থাকতেন। সেখানে বসবাস করে জেলা শহরে ব্যটারী চালিত অটোরিকশা চালাতেন লিটন।
রবিবার (২৮মার্চ) বিকাল ৩টায় প্রতিদিনের মত বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।  অনেক খোঁজা খোঁজি করেও তাকে  কোথাও পাওয়া যায়নি। পরদিন সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।
পরিবার সুত্রে জানা যায়,  লিটন মিয়া হেফাজতে ইসলামের হরতালের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে সেখান থেকে তার গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। সন্ধ্যা ৭-৩০ মিনিটে কাটানিশার বাজারে জানাজা শেষে পারাবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





Shares