Main Menu

নিউজ রুম সেন্টারে হামলা ও ব্যাপক ভাংচুর

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি.এ রোড়ে মান্নান ম্যানসনে নিউজ রুম সেন্টারে হামলা ও ব্যাপক ভাংচুর করা হয়েছে। শনিবার সন্ধ্যা ও রবিবার হরতাল চলাকালীন সময়ে দুই দফা নিউজ রুম সেন্টারে ব্যাপক ভাংচুর ও হামলা করা হয়। শনিবার সন্ধ্যায় নিউজ রুম সেন্টারে যমুনা টেলিভিশনে জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ও বৈশাখি টেলিভিশনে জেলা প্রতিনিধি আল মামুন পেশাগত দায়িত্বপালন করছিলেন। নিউজ রুম সেন্টারকে উদ্দেশ্য করে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় একটি ইট পাটকেল এর ঢিল যমুনা টেলিভিশনে জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলামে পায়ে পড়ে। হামলায় এই অফিসের চেয়ার, টেবিল ও কম্পিউটারসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন জানান পেশাগত দায়িত্বপালন করার সময় সাংবাদিকদের অফিসে হামলা খুবই দুংখজনক। এসময় তিনি এই ঘটনায় ত্্রীব প্রতিবাদ ও নিন্দা জানান।
উল্লেখ্য: নিউজ রুম সেন্টারে যমুনা টেলিভিশন, মাইটিভি, বৈশাখি টেলিভিশন, আরটিভি, ঢাকা পোস্ট ২৪ ডট কম ও ডিবিসিতে কর্মরত জেলা প্রতিনিধিরা এখানে বসে তাদের প্রতিদিনের সংবাদ পাঠানোসহ পেশাগত কাজ করে থাকে।






Shares