Main Menu

নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে — ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুর নাহার

+100%-

DSCN3181ডেস্ক ২৪::  মঙ্গলবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা বাইপাস রোড সংলগ্ন স্বনির্ভর কার্যালয়ে এডাব’র আয়োজনে নারী পুরুষ সমতার ধারণাগত সচ্ছতা ও নারী নেতৃত্বের বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুর নাহার। এডাব’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শরিফ উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডাব’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম, এডাব কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুল মালেক, ফ্রিল্যাঞ্জার ও প্রশিক্ষক সাহিদা বেগম, এডাব’র কেন্দ্রীয় গণসংযোগ কর্মকর্তা তূষার সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুল আক্তার ও সাইফুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুর নাহার বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব বাল্য বিবাহ বন্ধ করা এবং নারীদেরকে সঠিক মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত করা। তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকার জঙ্গিবাদ দমনে যে কাজ করছে এই কাজে আমাদের সকলের যার যার অবস্থানে থেকে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। এবং আমাদের প্রত্যেকটি অভিভাবকের দায়িত্ব তাদের সন্তানের প্রতি নজরদারি বাড়ানো।






Shares