Main Menu

নারীরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই :: ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী নারী মেলার সমাপনী অনুষ্ঠানে ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি

+100%-

bond0007প্রতিনিধি: সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী বলেছেন নারীরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। পার্বতারোহন,বিমান চালনা করছে নারীরা। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নারীরা তাদের যোগ্যতার প্রমান রেখেছেন। প্রশাসনেও সফল নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মুল্যায়নে নানা পদক্ষেপ নিয়েছেন। আজকে পিতার নামের পাশাপাশি মায়ের নামও লিখতে হচ্ছে। মায়ের নাগরিকত্বের ভিত্তিতে সন্তানের নাগরিকত্ব দেয়া হচ্ছে। বর্তমান নারী বান্ধব সরকার এমন আরো বহু পদক্ষেপ নিয়েছেন। সুষ্টু-সুন্দর সমাজ গঠনে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। তাহলে কোন শক্তিই আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা।
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত ২ দিন ব্যাপী নারী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার,বাংলাদেশ মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান ফরিদা নাজমীন,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম বি কানিজ,বিশিষ্ট নারী সংগঠক ফজিলাতুন্নাহার ও জেলা যুব মহিলালীগ সাধারন সম্পাদক আলম তারা দুলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হেলাল মিয়া।
পরে সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী অতিথিদের সাথে নিয়ে মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫টি স্টল দেয়া হয়েছে।






Shares