Main Menu

নারীদের অধিকার প্রতিষ্ঠিত ও সাবলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে::মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

20151130_160505ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তামান যুগের নারীগণ দেশ ও সমাজের নেতৃত্ব দিচ্ছেন। অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে শিক্ষিত ও সচেতন নারীরা নিজের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নিজের পরিবার ও সমাজের অনেক উন্নয়ন ও পরিবর্তন করছে। তিনি বলেন সমাজের এক শ্রেণীর মানুষ নারীদের প্রাপ্য অধিকার দিতে চায় না। তাদের বিরুদ্ধে সকল নারীদের সচেতন হতে হবে। তিনি বলেন নারীরা সচেতন হলে তাদের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।

মেয়র গতকাল রবিবার বিকালে পৌর মিলনায়তনে অনুুষ্ঠিত পৌর এলাকার তৃনমূল নারী সংগঠকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বর্তমান পৌর পরিষদের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা এবং দরিদ্র নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে পৌরসভার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করার কথা উল্লেখ করে বলেন বর্তমান সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ দেশের সকল নারীদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল এবং নারীবান্ধব পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া সহযোগিতা কামন করেন।

সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াছমিন রাহেলা ইসলাম, জেলা কৃষকলীগের সহ সভাপতি নাছিমা চৌধুরী, জেলা যুব মহিলালীগের সহ সভাপতি মুক্তি খান, সাধারণ সম্পাদক আলম তারা দুলী, তৃনমূল নেত্রী হালিমা মোর্শেদ কাজল, গীতা রানী ঋষী, আশা আক্তার, আমেনা বেগম, কল্পনা আক্তার, কহিনুর আক্তার, রোকয়ে বেগম, মোহন বালা প্রমুখ। সভা পরিচালনা করেন তৃনমূল নারী সংগঠক মোঃ মুখলেছুর রহমান ও ফারহানা তাহির। সভায় পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় একহাজার নারী নেত্রী ও কর্মী অংশ গ্রহন করেন।প্রেস রিলিজ






Shares