Main Menu

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রেরণা দেয়__ পৌর মেয়র নায়ার কবীর

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। এর জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা মানুষের অন্তর চক্ষু খুলে দেয়, তার পাশাপাশি দ্রুত আত্মসামাজিক উন্নয়ন ঘটায়, স্কুল জীবনের ইতি টেনে শিক্ষার বৃহৎ পরিসরে প্রবেশ করার এই সন্ধিক্ষণ সময়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রেরণা দেয়। বিদ্যালয় কর্তৃক এস এসসি পরীক্ষাদের বিদায় সংবর্ধনা প্রেরণা হিসেবে কাজ করে যা আগামী দিনে শিক্ষার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছতে পারে। তিনি বলেন, ভালো ফলাফল অর্জনে সুন্দর সমাজ বির্নিমানে তোমরাই হবে কর্ণদার। তিনি মঙ্গলবার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক আশিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিচার ইনচার্জ মনিরুল ইসলাম নিপু, মোঃ মশিউর রহমান, বশিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঙ্কজ কুমার দেব। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।






Shares