Main Menu

তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা, প্রথম সরাইল, দ্বিতীয় নাসিরনগর ও তৃতীয় বিজয়নগর[ভিডিও]

+100%-

14218239_1239049619460514_254766069_n

উৎসব মূখর পরিবেশে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় স্থা্নীয় এবং পার্শ্ববর্তী জেলা থেকে ১৩ টি নৌকা অংশগ্রহন করে। নৌকাবাইচটি শহরের শিমরাইল কান্দি শ্মশান ঘাট থেকে শুরু হয়ে মেড্ডা কালা গাজীর মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

14218343_1239049502793859_256281504_nপ্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাব। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের ফারুক মিয়ার দল ও বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের মফিজ মিয়ার দল।

প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার দেয়া হয়, ফ্রিজ। আর দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার দেয়া হয় এলসিডি টেলিভিশন।

এ সময় তিতাস নদীর দুইপাড়ে লাখো দর্শক নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করে। কেউ ঠাই নিয়েছিলেন নদীর পশ্চিম তীরে অবস্থিত শহরের উঁচু দালানসহ বিভিন্ন স্থাপনার ছাদে আবার কেই নদীর কিনারে নৌকায়।

জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন । এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল, পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন প্রমূখ।

 






Shares