Main Menu

তারাবিহর মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু

+100%-

প্রথম তারাবিহ নামাজের মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার এশার নামাজের পরে তারাবিহ নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। এর মাধ্যমেই শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের পবিত্র মাস মাহে রমজান। আজ ভোর রাতে (রোববার) সেহরি খেয়ে প্রথম রোজা রাখা হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হয়েছে শনিবার। পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

শনিবার প্রথম তারাবির নামাজ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সব মসজিদে মুসল্লিদের ঢল নামে। শহরের মহল্লার কোনো মসজিদেই তিল ধারণের জায়গা নেই। বেশ কিছু মসজিদে বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সব মসজিদে খতম তারাবিহ হয়েছে।

আজ প্রথম দিনে পবিত্র কোরআনের প্রথম পারা থেকে পাঠ শুরু করে প্রথম দেড় পারা পর্যন্ত পড়া হয়। বায়তুল মোকাররম মসজিদ কমিটি সূত্র জানায়, খতম তারাবিহ নামাজে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা শেষ হবে। সপ্তম তারাবিহ থেকে ২৭তম তারাবি পর্যন্ত প্রতিদিন এক পারা করে পাঠের মাধ্যমে ৩০ পারা পবিত্র কোরআন শরিফ খতম হবে।






Shares