Main Menu

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

+100%-
ডেঙ্গুজ্বর শনাক্তকরণের পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র বেশি অর্থ নেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার শহরের বিভিন্ন প্রাইভেট ডায়াগনষ্টিক ল্যাবসমূহে রোগীদের ডেঙ্গুজ্বর সনাক্তকরণের নিমিত্তে NSI Antigen,IgG & IgM এবং CBC পরীক্ষা সমূহ সরকার নির্ধারিত মূল্যে করা হচ্ছে কি না তা যাচাই করে।
এ সময় অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে শহরের ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারকে ২৫,০০০ টাকা, নাজ মেডিকেল সেন্টারকে ১৫,০০০ টাকা, মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০,০০০ টাকা এবং হোপ ডায়াগনষ্টিক এন্ড হসপিটালকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য NSI Antigen পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৫০০ টাকা ও IgG & IgM (একত্রে) পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৫০০ টাকা এবং CBC পরীক্ষার জন্য সরকার সর্বোচ্চ ৪০০ টাকা ফি নির্ধারণ করেছে।
ডায়াগনষ্টিক ল্যাবগুলো এসব পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছিলো।





Shares