Main Menu

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের দিকে আরেকধাপ এগিয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা:: মেয়র মোঃ হেলাল উদ্দিন ।

+100%-

ডিজিটাল ট্রেড লাইসেন্স উদ্বোধন

mayor27317
বর্তমার সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের দিকে আরেক ধাপ এগিয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। আজ ২৮ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রেড লাইসেন্স ম্যানেজম্যন্ট সিস্টেম সফটওয়ারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

এসময় তিনি বলেন আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নির্বাচিত হবার পর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কে একটি ডিজিটাল পৌরসভার গঠনের জন্য কাজ করেছি। ইতিমধ্যে পৌরসভার সকল কার্যক্রম সনাতন পদ্ধতি ছেড়ে কম্মপিউটারাইজ ও সফটওয়ার নির্ভর পদ্ধতিতে পরিবর্তন করেছি। পৌরকর, পানিকর, হল্ডিং নাম্বার, জন্ম সনদ মৃত্যু সনদ ইত্যাদি এখন সফটওয়ার নির্ভর পদ্ধতিতে গ্রাহকেদর কাছে প্রদান ও আদায় করা হচ্ছে। তথ্য আদান প্রদানে ই-মেইল ও ফ্যাক্স ব্যবহার করা হচ্ছে। পৌরসভার কার্যক্রম ও সেবা সম্পর্কে সহজে তথ্য পেতেwww.brahmabbariapourashavabp.com একটি ওয়েব সাইট খোলা হয়েছে। সর্ব শেষ ডিজিটাল ট্রেড লাইসেন্স এর কার্যক্রম আজ শুরু করা হলো। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িযার পৌরসভার শতকরা ৯০ ভাগ কার্যক্রম ডিজিটালাইজ করা হলো। এছারাও পৌরভূমি ব্যবস্থাপনায়, ই-টেন্ডারিং, সিটি টিভি, পৌর অফিসের আশে পাশে এলাকায় সর্বসাধারনের জন্য বিনামূল্যে ইন্টারনেট (তথা ওয়াইফাই) আওতাভুক্ত করাসহ আরো কিছু কার্যক্রম আমাদের পরিকল্পনায় রয়েছে। এসব বাস্তবায়ন করা হলে অচিরেই ব্রাহ্মণবড়িয়া পৌরসভা শতভাগ ডিজিটালাইজ হবে। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares