Main Menu

টেকসই উন্নয়ন জন্য শহর উন্নয়ন কাজে সমন্বিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন ।

+100%-

20151101_100115 [Desktop Resolution]ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন প্রচলিত নিয়মানুযায়ী এতোদিন রাস্তা নির্মাণ হতো বিটুমিন দিয়ে। বিটুমিনের তৈরী এসব রাস্তায় পানি জমলে খুব তারাতারি রাস্তার স্থায়ীত্ব নষ্ট হয়। তাই যে সব রাস্তার পানি নিষ্কাষনের সঠিক ব্যবস্থা নেই সেব রাস্তা বেশি দিন টেকসই হয় না। আমরা এখন থেকে যেসব রাস্তা তৈরী করছি সেসব রাস্তার সাথে পানি নিষ্কাষনের জন্য ড্রেনও তৈরী করছি। এতে এলাকাবাসী এক সাথে দুটোর সুবিধা পাচ্ছে। প্রাথমিক ভাবে সব বড় রাস্তার সাথে ড্রেন সংযোজন করে উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রর্যায়ক্রমে শহরের সব রাস্তার সাথেই ড্রেন নিার্মণ করা হবে। এরিসাথে রাস্তা ও ড্রেন আরসিসি করে নির্মাণ করা হচ্ছে তাই এখনকার তৈরী রাস্তা-ড্রেন আগের বেশী টেকসই ও ব্যবহার উপযোগী হবে। তিনি বলেন টেকসই উন্নয়ন ও পৌরবাসীর সুবিধার কথা বিবেচনা করে শহর উন্নয়ন কাজে সমন্বিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

মেয়র গতকাল ফুলবাড়িয়া থেকে জেল রোড পর্যন্ত রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রেজাউল কমির বাবুল, সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা এড. এমদাদুল হক চৌধুরী, শহর আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সোহেল, হাজী সাইফুল ইসলাম খান রনি, আশিকুর রহমান সোহাগ, যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন স্বপন, এমরান হোসেন মাসুদ, মোঃ হাবিবুল্লাহ, সাফির উদ্দিন চৌধুরী রনি, এমএ কে মুরাদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আজাদ খান, মোঃ এলু খান, মোঃ দারু মিয়া, মোঃ আবু কালাম, মোঃ কুতুব হোসেন, মোঃ সিরাজ মিয়া প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস রিলিজ






Shares