Main Menu

জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুননেছা বাপ্পী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহম্মেদ, মোঃ জায়েদুল হক, কাছন মিয়া, জেলা স্বেচ্ছাসবকলীগের সাধারন সম্পাদক এম সাঈদুজ্জামান আরিফ, শহর স্বেচ্ছাসবকলীগের আহ্বায়ক এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহ্বায়ক আমজাদ হোসেন রনি, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসীম উদ্দিন রানা প্রমূখ।

এ সময় পৌর পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনসারী, বীর মুক্তিযোদ্ধ মুরাদ খান, শাহ মোঃ শরীফ ভান্ডারী, মুফতী মকবুল হোসেন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা মোর্শেদ কাজল, সালমা বেগম, মাহমুদা বেগম, পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন পৌরসভার মসজিদের পেশ ইমাম।






Shares